আমি এই বাংলার সেকেলে বাঙাল।
আমি নাকি! অলস, বেকার, সবাই দেয় গালা গাল,
কি করে বলিবো আমি না থাকলে,
এই বাংলার ধরিবে কে হাল।
আমি সুদকে নিষেধ, ঘুসকে বারন করি,
তাই সবাই আমাকে বলে সাধু হরি,
জ্বলবে না চুলা, খালি থাকবে অন্নের হাড়ি।
কি করে বুঝাবো আমি, সেকেলে বাঙাল।
ন্যায়কে জ্বালানি করে, অন্যায়কে রান্না করে আহার করি।


আমি এই বাংলার সেকেলে বাঙাল।
আমি বাংলা বাংলা করে বুকটা ফাঁটাই,
শুকিয়ে ফেলি গলা।
সবাই আমাকে নিয়ে উপহাস করে বলে আলাভোলা,
কি করে বলিবো আমি, বাংলাকে ভালোবাসি,
এই বাংলার গলে পরাবো প্রেমের মালা।
আমিই বাংলার সবুজ ছায়া, আমিই বাংলার নর,
এই বাংলা মেয়ে বধু হলে, আমিই হবো বর।


আমি এই বাংলার সেকেলে বাঙাল।
আমি থাকতে এই বাংলার গায়ে বসিবে মশা মাঁছি,
তাইতো দিই পাহারা, সবাই বলে এর চেয়ে দে গলাই ফাঁসি।
আমি উন্মাদ পাগলের মত হাসি আর হাসি,
কি করে বুঝাবো আমি এই বাংলাকেই ভালোবাসি।


আমি এই বাংলার সেকেলে বাঙাল।
আমি অস্ত্র হাতে ওত পেতে বসে থাকি,
সবাই আমাকে বলে আমি নাকি ছন্নছড়া।
কি করে বলিবো আমি সেকেলে বাঙাল।
প্রয়োজনে কুকুর সেজে শেয়ালকে করি তাড়া।
এই বাংলার জন্য অস্ত্র ধরি, শক্ত হাতে যুদ্ধ করি,
শুধু জয় আর জয় ছাড়া অভ্যাস নেই হারা।
আমি পরাজিত করি তাদের,
এই বাংলার দিকে কু দৃষ্টি দেয় যারা।
কি করে বুঝাবো আমি সেকেলে বাঙাল,
আমি কিছু বুঝি না শুধু বাংলা ছাড়া।