হায় ‍প্রিয়তমা ,
তোমার মুখের রূপ অজস্র বার দেখলেও,
মনে হয় কত শত শতাব্দী আমি তোমায় দেখিনি ।
মনে হয় শীতের সকালে সোনালী রোদ ওঠেনি ।
মনে হয় সবুজ প্রান্তরে বিচরন করেনি আজ হরিণি ।
মনে হয় মিলনোন্মাত্ত গর্জন করেনি আজ কোন বাঘিনী ।
মনে হয় রাতের আকাশে আজ চাঁদ ওঠেনি ।
মনে হয় বিলুপ্ত হয়ে গেছে আজ সমস্ত নগরী ।
মনে হয় হারিয়ে গেছে ময়ুরের সবুজ ডানার ঝিঁলিমিলি ।
মনে হয় আজ বাতাবি লেবু হারিয়েছে তার সবুজ সুগন্ধী ।
মনে হয় থেমে গেছে আজ সমস্ত শালিকের ডাকা ডাকি ।


হায় প্রিয়তমা,
মনে পড়ে? আজ এই রাতে, সেই রমনার কাহিনী ।
তরুলতা ছিলে তুমি বৃক্ষ ছিলাম আমি ।
জড়ায়ে ছিলে আমায় ঠিক যেমন করে তুমি বাঁধ বেনী ।
সেই দিনের সেই প্রেম ,সেই কথা আজ গন্ধহীন নাশপাতি ।
কি আর বলিবো আমি প্রেম না করিলে হয় আফসোস,
আর প্রেম করিলে হয় বেদনাময় স্মৃতি ।


হায় প্রিয়তমা, জানো কি তুমি ?
আজকের এই রাত আগামীকালের স্মৃতি ।
আমিও একদিন গত হবো জানি ,
তারপরও তোমাকে ভালোবেসে একটাই মিনতি,
আমার এ ক্ষণিক জীবনে হয়ো সঙ্গী ।