এমন করে দাঁড়িয়ে থাকলে কেমনে হবে?
লুকোচুরি করে,
এসেছি কেন এই নির্জনে?
এসো একটু বসো পাশে।
আশে-পাশে নাই কেউ,
কেউ দেখিতে না পাবে।
তুমি ভয় কেন পাও তবে?


এমন করে দাঁড়িয়ে থাকলে কেমনে হবে?
এসো আজি এই নির্জনে,
হাতে হাত ধরি,
করি ঘু্রা-ঘুরি,
না হয় বলো তোমার মনের কথাগুলি।
নিরব নির্জন চারি ধার,
দু-জনে বলিলে কিছু কথা,
কেউ শুনবেনা আর।
তুমি মিছে আছো ভয়ে,
আজি এই নির্জনে,
যদি মিশে যায় দুটি প্রাণে.
কি ক্ষতি হবে কার?


এমন করে থাকিয়ো না দাঁড়ায়ে আর,
আজি রেখো না মন ভার।
যদি কেউ দেখে এক সাথে তোমার আমার,
তাতে কি আসে যাবে কার।
এখনই সঠিক সময়,
না বলা কথাগুলি বলবার।