এই বাংলার সন্তান আমরা,
এই বাংলার সবাই আমাদের ভাই,
এসো হিন্দু মুসলিম,‍ বৌদ্ধ, খৃষ্টান, এসো সবাই।
আজি নিজেকে প্রস্তুত করি,
দুঃখকে হরন করি,
সকল ভেদাভেদ ভুলি,
ভাসি সুখের ভেলায়।


এসো হৃদয় দুয়ার খুলি,
আজি পরিষ্কার করি, হৃদয়ের ধুলি,
আমাদের কোন অবসর নাই।
অলসতা বসে আছে পথের পরে,
তাকে পদতলে পিষ্ট করি,
মরনকে ভেদ করি,
এসো বিজয়ের প্রদীপ জ্বালাই।


এসো হে "বাংলার জাগ্রত ভাই”
দুঃখকে তুচ্ছ করি ,
লজ্জাকে হরন করি,
মন্দ খারাপ দুর করি ,
এসো সমাজের চোখের কালো আবরন সরাই।


এসো সবাই দুর্বার স্রোতের মত জলে ভাসি,
এসো হৃদয়ের দ্বার খুলি,
এসো ঐক্যের মালা পরি,
এসো সবাই হাতে হাত ধরি,
এসো নিদ্রিত বাংলাকে জাগ্রত করি ।
এসো মানবতার সাগরতীরে ভাসাবো বিজয়ের তরি।