আমি মালা হতে খঁসে পড়া ফুল,
আমার জীবন জুড়ে শত সহস্র ভুল।
এই জগৎ সংসারে আমার নেই মুল্য,
জীবন সাগরে নেই কিনারা নেই কূল।


আমি অজস্র ভুলের স্রোতে ভেসে ভেসে,
ধীরে ধীরে পৌঁছেছি শুন্যতার গভীরে।
দূর আঁধারের তীরে,
বিরহ আমারে রেখেছে বধ করে।


আজ আমারই ভুলে,
বিরহকে বরণ করেছি,
দুঃখ সুধা পান করেছি,
শুকনা পাতার মত সুখ গেছে, ঝড়ের হাওয়াতে উড়ে।


আজ ভূলের ঢেউয়ে ভেসে,
আমি শুন্য তরী সেজে,
আপন হাসি খুঁজে, বিরহকে বধ করে,
সত্যের পথ ধরে,
ভুলের মুখের পরে ধিক্কার দিয়ে ছুঁড়ে,
চলেছি ছুটে সুখের সন্ধানে।


আজি জ্বালিয়ে প্রদীপ হৃদয় গগনে।
আমি সেই মালা হতে খসে পড়া ফুল,
নতুন নামে, নতুন গন্ধে, নতুন মালা হয়ে,
থাকিতে চাই তোমাদের গলে ।