হে প্রভূ, আমি করতেছি সন্ধি,
তুমি আমাকে দাও শক্তি ।
আমি বিশ্ব মাঝে সুখকে বিলিয়ে,
দুঃখকে করিব ভক্তি ।
আমি এই জগৎ মাঝে ,
জ্বালিয়ে সন্ধ্যা প্রদীপ,
দুর করিব রাত্রি ।


হে ”প্রভূ” তুমি আমার অলসতা রাখো বেঁধে,
মুক্ত রাখো কর্ম পানে ।
সকল কর্ম আমি একাই করে,
সকলকে দিবো বিশ্রাম শান্তি ।


হে ”প্রভূ” তুমি আমাকে করে দাও মেঘ,
আমি ঝরাবো বৃষ্টি,
চৈত্রের খরতাপে,
ধরনীর বুকে আনিবো প্রশান্তি ।


হে ”প্রভু” তুমি আমাকে করে দাও বৃক্ষ শাখা,
আমি কালবৈশাখীর গতিময় বাতাসে
দিবো বাঁধা ।
আমি রক্ষা করিবো
কুড়ে ঘরের শান্তির ডালা ।
তুমি আমাকে করো নিরাশ্রয়,
আশ্রয়হীনাকে দাও আশ্রয় ।


হে ”প্রভূ” তুমি আমাকে দাও শক্তি,
আমি বিরহকে দহন করে,
মৃত্যুকে বহন করে,
নিয়ে যেতে চাই পৃথিবী হতে অনেক দুরে ।
শুধু আমাকে রাখিও তোমার চরণে ।


হে ”প্রভূ” আমি করিতেছি সন্ধি ।
আমি স্বর্গকে মুক্ত করে,
নরককে করিব বন্দি ।