আজকের বর্তমান আগামীকালের অতীত,
আজকের যত প্রেম, যত কথা
সবই আগামী দিনের স্মৃতি ব্যাথা ।
আকাশের নীচে ঘাসের বিছানায় বসে,
অনেক পুরানো শিশির ভেজা গল্প,সিগারেটের ধোঁয়া ।
পারিবো না আর হৃদয় খুঁড়ে এই স্মৃতি ব্যাথা জাগাতে,
সময়ের ব্যবধানে এই সব একদিন যাবো ভুলে ।


শুধু পারিবো না ভূলতে
এই ভিজে মেঘের দুপুরে
একটুকরো মেঘের মত ভেসে আসা তোমার কান্না ।
তোমার কান্নার সুর,ঝর্ণার মতো চোখের জল,
আমার মনে থাকবে  চিরকাল।


আমার মনে হয়,
তোমার কান্নার শব্দ আকাশ থেকে নেমে এসে,
জানালার ভিতর দিয়ে শাঁই শাঁই করে আমার হৃদয়ে বিধেঁ ।
আমার হৃদয়কে ছিঁড়ে টুকরো টুকরো করে,
হিলিয়াম ভরা বেলুনের সাথে দেয় বেঁধে ।
একটা দুরন্ত শকুনের মত,
আমার হৃদয় তারায় তারায় চলে উড়ে ।
উড়তে উড়তে মধ্যাকর্ষনে গিয়ে যায় থেমে,
সেখানেও তোমার কান্নার সুর আমাকে আঘাত করে,
আকাশের মত দীর্ঘ বর্শা দিয়ে ।
হায় কান্না, তুমি কি সুখ পাও?
আমাকে ক্ষত-বিক্ষত করে ।


হায় কান্না, নিষ্ঠুর কান্না,এই ভিজে মেঘের দুপুরে,
একটুকরো মেঘের মত ভেসে ভেসে,
ক্ষত-বিক্ষত করো না আর, আমার হৃদয় টাকে ।