কোন এক অজানা কষ্ট এসে আজ রাতে
কাঁদিয়ে যায় আমার এ বাঙালি মনটাকে।
কোন এক দিন যদি মৃত্যু এসে ঘুম পাড়িয়ে দেয় আমারে,
কোন এক অন্ধকারে মাটির ঘরে!
যদি আঁধারে যায় হারিয়ে,
আর যদি জেগে না থাকি এই পৃথিবীর পরে!
বসে যদি আর না থাকি এই বাংলায়,
খোলা আকাশের নিচে গাছের ছায়ায়!


হে 'প্রিয়তমা' তোমারে সুধায়!
সে দিন কি মনে পড়িবে আমায়?
যে সম্পর্ক হয়েছিল তোমার একবার দেখায়।
সে দিন কি তোমার অবুঝ হৃদয় কেঁদে উঠবে?
তোমার এই অর্কমা প্রেমিকের কথা ভেবে?


আমার জন্য তোমার অবুঝ হৃদয় কাঁদবে না জানি।
কারন, আমার হাত কখনও তোমার হাতে রাখিনি,
কখনও হইনি তোমার খেলার সাথী।
প্রতিযোগিতা করে কখনও ধরিনি প্রজাপতি।
ঘুরিনাই কখনও দু’জন এদিকে ওদিকে,
খাইনি প্রেম ফল, বসিনাই কোন নির্জনে।
লাল টিপ, লাল ফিতা দেয়নি কিনে,
পথের ধারে খাইনি আইসক্রিম কখনও দু’জনে।
তাহলে কেনইবা রাখিবে মনে এই আমাকে!


শুধু দিও একটু স্থান তোমার বিবর্ণ হৃদয়ে।
আমি থাকিবো তোমার হৃদয় আকাশে, বাঁকা নীল চাঁদ হয়ে,
আমি থাকিবো তোমার শরীরে সবুজ সুগন্ধ হয়ে।


শুধু এতটুকু অনুরোধ প্রিয়তমা তোমার কাছে,
যদি হারিয়ে যায় এই পৃথিবী থেকে,
তবুও মনে রেখো আমাকে, তোমার ব্যার্থ প্রেমিককে,
মনে রেখো শুধু প্রেমই অমর থাকে।