ওরে প্রিয়তমা,
তুই আমারে নিয়ে সুখি হবি কেমন করে?
এ বিশ্ব সংসারে অলসের কোন মুল্য নাই,
তাইতো চলে গেছে সকলে মোরে ছেড়ে ।
যা প্রিয়তমা, তুইও চলে যা,
থাকিস না আর পড়ে তন্দ্রার ঘোরে ।
তোরে রাখিবো আমি ভাবনায় ধরে ।


যা প্রিয়তমা যা,
তোর জন্য অপেক্ষা করছে নতুন এক ভোর ।
আমি স্বপ্নে, সেই ভোরের আলোই মুখ দেখবো তোর ।
আচ্ছা প্রিয়তমা ! তুই কি কখনও দেখেছিস ? ভোরের মুখ,
যখন কুয়াশার চাদরে ঘোমটা দিয়ে থাকে ।
আমার ভালোলাগে, যখন প্রথম প্রভাতে,
সুর্যদেব ভোরের ঘোমটা খোলে ।
হা হা হা লজ্জা লাগছে বুঝি ঘোমটার কথা শুনে ।
ঠিক আছে এই প্রসংঙ্গ গেলাম ভূলে ।


এখন বল প্রিয়তমা,তুই কি জানতে চাস?
আমি অলস হয়েছি কেমন করে ?
তাহলে শোন,
তোরে দেখার পরে ভালোবাসা জমে মনে,
তখন, তোরে পেতে ইচ্ছা করে ,নিজের মত করে ।
চাকরি নাই, টাকা নাই, এমনই সময়,
দিন যায়, রাত যায়, তোরে নিয়ে ভাবনায় ।
খুঁজি নাই টাকা, খুঁজি নাই চাকরি,মনে একটাই ভয়,
যদি তোরে, ভালোবাসতে ভুল হয় ।
আমি করি নাই কখনও চাকরি বা টাকার পিছনে ছুটাছুটি,
তাই ধরল সবাই চেপে আমার ভালোবাসার টুটি ।
আমিও অলসতার সাথে বাঁধলাম জুটি ।
সবাই চলে গেছে আমাকে ছেড়ে,
আমি তোকেও দিলাম ছুটি ।
যা তুই চলে যা,
তোর মন যেখানে চাই ।
তুই থাকবি স্বপ্নে,তুই থাকবি কল্পনায়,
খুজে পাবো তোরে আমি ভাবনায় ।
আমি বেঁচে থাকবো, এই মনের সান্তনায় ।