জীবন থেকে একটি বছর গেছে চলে,
ভাবিতেই উঠিল শরীর শিহরে ।
আজ মনে পড়ে,বিগত বছরে,
থাকিতাম মেতে হাসি উচ্ছাসে,
চঞ্চল মন নাচিত উল্লাসে ।
ছিল না লজ্জা, ছিল না ভয়,
একটু সুখের আশায়,
ধরিতাম আমরা, পাপের চরনদ্বয় ।


আজ নতুন দিনের প্রভাতে,
চলো সবাই চলো,
খড়-কুটা জোগাড় করো ।
জ্বালো আগুন জ্বালো,
পাপকে পুড়িয়ে ফেলো ।


কে ওখানে? ডেকে আনো ওরে,
জ্বালাও আগুন সবাই মিলে,
পাপে পূর্ণ ঘরে ।
পুরাতনকে পদতলে ফেলে,
বিশ্ব ভরে দাও, নতুন উপহারে ।
আজ হয়ে যাক, জানা-জানি,
পুরাতনকে নিয়ে, কেউ করবো না আর টানা-টানি ।


আজ নতুন বছরের, প্রথম প্রভাতে,
সবাই হাত রাখো হাতে,
প্রতিজ্ঞা করো, করবো না পাপ,কৌতুকবসে ।
হে বীর বাঙ্গালী, নিজেকে পবিত্র করে,
জেগে উঠো হুহু হুংকারে ।
তোমার আগমন জানিয়ে দাও বিশ্ব দরবারে,
চলো নতুনের আহব্বানে ।



লেখার সময়:- ০১-০১-২০১৪