শেষ বিদায়ের দিনে বলে যাই এই কথাটি,
কখনও মোরে যেওনা ভুলি ।
যদিও ছেড়ে যাবো এই ধরনী,
মুছে যাবে পদ চিহ্ন তবুও;
রয়ে যাবে আমার পদধুলি ।
ঝরে যাবো আমি,
এই ধরনীতে ফুল যেমন ঝরে ।
ঠিক যেমন করে,
নদী মরুপথে যায় হারিয়ে ।


তারপরও রহিবো আমি এই ধরনীতে ,
এই বাংলার ধুলোয় মিশে ।
শুধু, বলিবো না কথা আর তোমাদের সাথে,
দিবো না আড্ডা আর চায়ের দোকানে ।
দেখিবেনা আর মানব বেশে ।
ভাসিবে না আর আমার চেহারা তোমাদের নয়নে ।
আসিবো না আর তোমাদের ভীড়ে ।
শুধু পড়িবে স্মরনে ,
যাহা ফেলে এসেছি ভুলে অনেক পিছনে ।
অনেক প্রেম, অনেক কথা হয়েছে তোমাদের সনে ।
সময়ের ব্যবধানে এসব যেওনা ভুলে ।
চিরদিন যেন থাকি বেঁচে ,
স্মৃতি হয়ে তোমাদের হৃদয়ে ।