জীবন যুদ্ধে জয়ের মালা,
কবে কখন পরবো গলায় !
আপন মনে একলা বসে,
ভাবি আমি এ কথাটাই ।
যে পথে যায় সে পথ হারাই,
সঠিক পথ যে নাই চেনা নাই ।
চলতে চলতে পথের মাঝে,
যদি সঠিক পথের দেখা মেলে ।
বুক ফুলিয়ে পথিক বেশে,
চলতে তবে ভাবনা নাই ।
দুর্গম পথে যখন চলা,
খেলতে হবে মরন খেলা ।
বিধাতার এই ধ্রুব খেলা,
থাকতে জীবন শেষ হবে না ।
ধুসর কালো মেঘের ভেলাই,
তাইতো আমার মনকে ভাসাই ।
আড়ালে মেঘের সূর্য হাসে,
যদি আলোর দেখা মেলে ।
ঘনাবে মেঘ ঝরবে বৃষ্টি,
কাঁদবে আকাশ নয়ন ভরি ।
বৃষ্টির মত আমার কষ্ট,
ঘাম হয়ে পড়বে ঝরি ।
আসবে আলো ফুরাবে রাত্রি,
ক্ষীন হবে তখন চোখের জ্যোতি ।
তখন কি তাহার পড়িবে মনে,
নিত্য যাহার থাকি কোলে ।


তারেই তবু যায় বলে,
এ জীবন ধন্য হল এই মাটিরই ছোঁয়া লেগে ।