প্রেম করিলাম বৃথা আমি কিছুই পেলাম না হায়,
ব্যার্থতা লয়ে জীবনের বৈঠা বহিয়া যায়।
তবে কি আমি প্রেমের মত প্রেম করিতে পারি নাই?
একলা বসে কাঁদি আমি, ঝরে চোখের জল,
জীবন আমার হইল বুঝি চিরনিষ্ফল।


সুখহীন জাগি নিশি, চারিদিকে চাহি মুক্তির পথ নাহি,
রাতের জ্যোসনাও ছেড়ে যায় মোরে, আসে ঘনঘোর যামিনী।
হারায়েছি দিশা, শান্তি কোথা, কোথা তোমার গৃহ দ্বার,
খোল দ্বার লুকায়োনা আর।
দেখ তোমারে হারায়ে, দু-বাহু বাড়ায়ে, আছি দাঁড়ায়ে।
নাইবা দিলে স্থান তোমার হৃদয়ে,
তুমি কেমনে থাকো বন্ধ নয়নে?
শুধু একবার দেখ মোরে,
কেমনে জীবন কাটে চির-অন্ধকারে।