দেশটি মোদের স্বাধীন হল,
পরাধীনতা দুরে পালালো,
আয়রে সবাই আয়,
স্বাধীন সুখে দেশটা সাজাই ।


স্বাধীন দেশের আকাশ তলে,
সবুজের মাঝে সূর্য জ্বলে,
আয়রে সবাই আয়,
এমনই পতাকাটা গায়েতে জড়ায় ।


বলনা কে কোথায় গেলো,
ছড়ায়ে দেশে স্বাধীন আলো,
আয়রে সবাই আয়,
স্বাধীন এই দেশের বুকে নবীন স্বপ্ন বুনে যায় ।


নে-রে সবাই নাঙল কাঁধে,
থাকিস না আর অলস বাঁধে,
আয়রে সবাই আয়,
দেশটাকে আজ সোনালী ফসলে ভরাই ।


হিংসার আঁধার দুর করে,
আয়রে সাম্যের মশাল জ্বেলে,
আয়রে সাবাই আয়,
আজি সবে ঐক্যের গান গায়।


জাতীয় সংগীতের মধুর তানে,
জাগতে হবে নবীন প্রাণে,
রাখিস না অলস চোখের কোনে,
থাকবে না দুঃখ সাহসী প্রাণে,
আয়রে সবাই আয় ।