কেনই,বা জন্ম আমার?
কেনই,বা নেই কোন সুখ?
কেনই,বা জীবন জুড়ে কালো সন্ধ্যা?
কেনই,বা পারিনা ভুলতে বাপের ভিটা?
কেনই,বা শুন্য হাত, খালি পকেট টা?
কেনই,বা জন্ম-স্থানের প্রতি এতো টান?
কেনই,বা পারিনা ভুলতে মাটির ঘ্রাণ?
কেনই,বা মন করে আন-চান?
কেনই,বা শুনতে ব্যাকুল সেই পাখির গান?
কেনই,বা উঠানেতে মাদুর পেতে, মায়ের কোলে মাথা-খান?
কেনই,বা শুনতে চাই সেই গল্প, করতে করতে জোছনা স্নান?
কেনই,বা কানে ভাসে, গৃষ্ম কালে পাঁকা ফলের আহবান?
কেনই,বা দেখতে চাই ফড়িঙের নাচ,নড়ে উঠা পাঁকা ধান?
কেনই,বা নিঙড়ালাম জীবন?
কেনই,বা সুখকে ফেলে দুঃখের তান?
কেনই,বা হলো হৃদয় কশাই কঠিন পাষাণ?
কেনই,বা জেগে থাকা?
কেনই,বা মৃতের মতো ঘুমের ভান?
কেনই,বা থাকে না সময়,যেমন করেই, দেই-না বান?
কেনই,বা ক্ষয় হয় জীবন?
কেনই,বা হারিয়ে যায় প্রাণ?
কেনই,বা এত প্রশ্ন আমার?
কেনই,বা পাই না খুঁজে উত্তরের সন্ধান?