সময় বড় পাঁজি রে ভাই সময় বড় পাঁজি।
তোমার কাছে ধরা দিয়ে,
তোমার পাছে থাকতে পড়ে নয়তো সে রাজি।
সময় সময়, সময় করে,
যতই যাও তসবি পড়ে,
সময় তবু থাকবে না হায়,
যাবে তোমায় ছেড়ে।


তাইতো, বলি !
ভুলে যেয়ে মায়ার কাঁদন,
ছিঁড়ে ফেলে ক্ষণিকের এই মোহের বাঁধন,
সময়ের সাথে পাল্লা দিয়ে,
চলো সবে মহত্বের পথ ধরে।
কি লাভ বল চিনতা করে,
ভিখারীর বেশ ধরে
বসে থেকে পৃথিবীর পরে?
উঠে দাড়াও ধুলা ঝেঁড়ে,
পথ চলো, যেতে হবে দুর হতে দুরে।