আমি ঐ স্রষ্টার সৃষ্টি,
এই পৃথিবীর পরে কাঁদা-মাটি মাখি।
বসে বসে শুধু ঐ আকাশটাকে দেখি।
ঐ আকাশেই আছে সৃষ্টিকর্তার বাড়ি।
ঐ আকাশের বুকেই আমার প্রিয় নবীজী যেন, চাঁদ হয়ে আছে জ্বলি।
তারাগুলো যেন মৃত আমারই স্বজাতির মুখ খানি।
ওরা সবাই আছে সুখে সৃষ্টিকর্তার অতি নিকটে।
জানি না কবে ভালোবেসে, সৃষ্টিকর্তা আমাকেও নিবে ডেকে,
আমি আছি বসে সেই অপেক্ষাতে।