বহিছে দেশে এখন হিংস্র বাতাস,
নাই এতটুকু সস্তির আভাস ।
গ্রাম হতে শহুরে, জন সাধারনের জীবনে,
নেই কোন শান্তি, আছে হা-হুতাশ ।


ওহে, স্বাধীন বাতাস,
রুদ্ধ করিল কে তোর দ্বার ?
তোরে এনেছি আমরা রক্তের বিনিময়ে,
তবে কেন ভরে গেছে দেশ ? হিংস্র বাতাসে ।


আজ ভেঙ্গে গেছে সব মায়ার কুঠির,
শুধু, হিংসার অট্টলিকা আছে দাড়িয়ে ।
       আজ ঝরিছে জল,
ঝরনা নামক দেশ মাতার নয়নে।


রাজনীতি নামক হিংস্র বাতাসে,
        মরছে জনগন, জ্ঞানহীন শাসনে ।
একোন পরিহাসে হয়েছি উপনিত ,
        সাধারন জনগন আজ পাগলের মত ।


একই দেশ মাতার বুকে নলকুপ নামক স্তনে,
        তৃষ্ণা মেটাই সকলে ।
তবে কেন হিংসা, কলহ্,
         মারামারি কেন আজ ভাইয়ে ভাইয়ে ?


চলো, সবাই মিলে ধরি লাঙ্গলের বাট,
         চাষ করি মাঠ ।
দেশ থেকে দূর করি,
         হিংস্র বাতাস ।