কিসের সুর বাজে ওরে,
স্মৃতিরা কেন আঘাত করে?
আমি কেন প্রতি রাতে,
হাবু-ডুবু খায় বেদনাতে?
কেন এসে প্রেম জীবন পরে,
চলে গেলো বুকে ব্যাথা ভরে,
বিরহ আগুনে পুড়িয়ে হৃদয় কয়লা করে?
কেন আজও কাটে সময়, একলা রাতে,
বধু হয়ে মিললে না কেন আমার সাথে?
তোমার ঐ বাহুর ঘেরে,
মোরে কেন রাখলে না ধরে?
তোমার ঐ দুটি আঁখি পাতে,
কেন আসে না জল আমারই বেদনাতে?


কত না আশা নিয়ে বুকে,
তোমারই মনের সাগরে রাত্রিশেষে,
অগাধ জলের তলা হতে,
চেয়ে ছিলাম উঠতে ভেসে।
আমার মনে হয় কপাল ফুটা,
তোমারই মন সাগরে আনিলে ভাঁটা,
তাইতো আর হলো না ওঠা।
তোমার ঐ মনের আকাশ রেখেছিলে  মেঘে ঢেকে, কত না ছলে।
বুঝিবে যেদিন, সেদিন ভরিবে নয়ন তোমার অশ্রুজলে।
জানি সেদিন তুমি মোর দুয়ারে আসিবে সহসা,
সেদিনের অপেক্ষায় আমি, জাগিয়া থাকিতে পারবো কিনা,
নাইতো ভরসা।