তুমি প্রিয়তমা, তুমি মোর চির সাথী,
তুমি চন্দ্র-তারা, তুমি মোর আঁধার ঘরের বাতি,
তোমাকে পাওয়ার তরেই করি এতো আরতি ।


ডেকে যায় তোমারে, কতো-না আদরে,
ঢেকে প্রেমের চাদরে, বধু হয়ে এসো এই অধরে।
জন্ম থেকে বার বার, খুজেছি তোমার,
গেছি যখন পেয়ে, থেকো না আর চেয়ে,
যৌবনের ঝড়ো বেগে,এসো বুকে ধেয়ে ।


বিরহের ধোয়া নিয়ে, শুধু কথা কয়ে,
যেওনা হারায়ে, দুর কোন আলয়ে।


জন্মে পৃথিবীর পরে,কতদিন ধরে,
পৌছেছি আজি যৌবনের দ্বারে,
তাইতো তোমায় ডাকছি বারে বারে ।
দেখছি স্বপন, তুমি মোরে করছো চুম্বন,
হৃদয়ের স্বপন সেতো সর্বদা গোপন ।


আমি রাত্রি জাগা, চোখেতে নাই ঘুম,
শুধু তোমাকে ভাবা আর স্বপ্নের ধুম,
যখন ক্লান্ত ধরনী নিরব নিঝুম।


বৃ্ক্ষ আর তরুলতার প্রেমের সাথে,
আমারও বাড়িছে প্রেম,
তুমি করোনা ক্ষতি,
এসো মনেতে মেলাও মন, প্রেমেতে বাড়াও গতি।


বুঝিনা কিছুই,
আমি কি চাই আর তুমি কি চা্হ,
কি যে ভাবি আমি আর তুমি কি যে ভাবো ।
বৃথাই কি ভালোবাসি? না কি কভু পাবো ?
নাকি চেয়েছি ভুল, বলো আর কেমনে চাবো ?


আমিতো তোমাকেই পেতে চাই, তোমাকেই ভালোবাসি শুধু,
পথ চলি তোমা্রই কামনায়, তুমি কেমনে হবে বলো অন্যের বধু?
আমি থাকবো একা একাই,
তুমি কেমনে থাকিবে অন্যের শয্যায়?


তুমি কথা বলো, কথা বলো তুমি,
কথা যে আজ বলতেই হবে তোমায়।
তুমি সত্য, প্রেমও সত্য, সত্য প্রেমের দোহাই।
আমি তুমি, আমাদের
মনও সত্য শুধু দুটি মনের মিল নাই ।