বন বাদাড়ে বৃক্ষ-শাখে,
কতনা ফুল হাওয়ায় দুলে ।
আজি, ধূ ধূু মরুর বালুচরে,
শুধু আমি ভ্রমর মৌন ভুলে,
দ্বিধা-দ্বন্দ্বের বালু ঝড়ে,
মরছি কেঁদে বাঁচার তরে।


তুমি নদী ঢেউ এর তালে,
করছো আঘাত হৃদয় কুলে ।
করবে আঘাত আরও করো,
যেথায় ইচ্ছা চর গড়ো ।
অতলেতে ডুবিয়ে আমায়,
সুখকে যদি ধরতে পারো ।