আমরা প্রেম পুরুষ, তােইতো সারাদিনে,
বসিয়া থাকি নিরব নিভৃতে প্রেয়সীর সনে,
পৃথিবী নামক বাসর ভবনে,
সাজানো বাসর সবুজে সবুজে।
সুর্য কিরণে যেন নাহি মরি লাজে,
গেছে গগন মেঘেতে ঢেকে।
ভয় নাই, যদিও আমরা ক্ষনিকের অতিথি,
যৌবনের যৌবনরাজ্যে,
রেখেছি সিংহাসন পাতি।
নাই দুঃখ, নাই দৈন্য,
তোমার প্রেমে আমরা সবাই রাজা,
ভুলে অভাবে ভেঁজা দুঃখের গ্লানি ।