আমি বলবো আজ চিৎকার করে বলবো।
বক্ষ ফাঁটিয়ে বলবো,
আমার এই আর্তনাদ বাতাসে মিশিয়ে আকাশের দিকে ছুড়ে মারবো।
প্রতিধ্বনিত্ব হবে চারিদিকে ,"আমি মু্ক্তি চাই" ।
মুক্তি চাই আমি এই পৃথিবীর লোভীর লোভ থেকে, হিংসুটের হিংসা থেকে,
আমি মুক্তি চাই সমাজের দোহাই দিয়ে বাস্তবতার কষাঘাত থেকে ।
আমি মুক্তি চাই এই অশান্তির আসবাবে ভরা রাজনীতি থেকে ।
আমি মুক্তি চাই নীতির অনিয়ম থেকে।
আমি মুক্তি চাই কুচক্রি মনের অশান্তির কারাগার থেকে ।
আমি মুক্তি চাই প্রেম নামক ছলনা থেকে ।
আমি মুক্তি চাই ক্ষুধার যন্ত্রনা থেকে ।
আমি মুক্তি চাই রোগ শোক আর অপমৃত্যু থেকে ।
আমি মুক্তি চাই গনতন্ত্রের দোহাই দিয়ে অশিক্ষিত মানুষের কাঁধের ব্যার্থতার ভার  থেকে ।
আমি মুক্তি চাই এই কলুষিত সমাজ থেকে ।
আমি মুক্তি চাই হিন্দু-মুসলিম ভেদাভেদ থেকে।
আমি মুক্তি চাই উন্নয়নের নামে রাজনীতির প্রতি হিংসা থেকে ।
আমি মুক্তি চাই অপবাদ আর গীবত থেকে ।
আমি মুক্তি চাই হত্যা গুম ধর্ষণ থেকে ।
আমি মুক্তি চাই জামাত, বিএনপি, আওয়ামিলীগ থেকে ।
আমি মুক্তি চাই সুদ ঘুষ মিথ্যা থেকে ।
আমি মুক্তি চাই অলসতার কারাগার থেকে ।
আমি মুক্তি চাই সমাজের এই নিশ্চুপ চাহনী থেকে ।
আমি মুক্তি চাই তারুণ্যের ভুল পথ চলা থেকে ।
আমি মুক্তি চাই অসহায় মায়ের অতি কষ্টের চাপে উপচে পড়া নয়নের নোনা জল থেকে।
আমি মুক্তি চাই বাংলার এই বিপদ থেকে ।
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই , আমি মুক্তি চাই ।