বল শুধু একবার বল,
ভালোবাসিস না মোর।
আমি ঘুমিয়ে যাবো চিরঘুমে,
স্বপ্নের ধরনী চুমে আর চাইবো না তোর।
দেখবো না নয়ন মেলে,
রাখবো না চোখে চোখ,
আসুক যতই ভোর।


থাকবে চোখে এমনই ঘুমের ঘোর,
উপায় না পেয়ে সবে,
দিবে বানিয়ে এমনই ঘর
যার থাকবে না দোর।


যাবো ভুলে  প্রেমের মায়া,
মিশবে মাটিতে আমার কায়া।
শুধু পারবো না দিতে মুছে,
ফেলে যাওয়া মোর স্মৃতির ছায়া।


জানি আমি এই স্মৃতির ছায়া সংগোপনে,
তুলবে ঢেউ তোর মনে।
যতই থাক মনের জোর,
পাবি ঠিক নির্জনে,
ঘুম হারা কোন রাতে বসবি যখন জোসনা স্নানে,
বুঝবি সেদিন, আমি কি ছিলাম তোর।


বারে বারে চাইবি সেদিন,
আসুক ফিরে, বাজুক আবার সেই প্রেমের বীণ।
যা চলে যাই ধীরে,
কভু তা  আসে না  ফিরে,
তাই তো বলি তোরে
সেদিন কোন লাভ হবে না,
তরীর অপেক্ষায় দাড়িয়ে তীরে।