কয়েক টুকরো মেঘ মনের আকাশে ভীড় জমিয়ে,
জাগিয়ে তুলছে কষ্টগুলোকে।
গর্জে উঠছে স্মৃতি,
বিরহেরা জ্বালছে আগুন।


আমার কথাগুলোতে তুমি কান দিও না প্রিয়া!
তোমার সামনে এখন ফাগুন,
পায়ের নীচে স্বর্গগামী সিঁড়ি।
আর আমি তো পথিক এক,
সেই পথের, যে পথে আছে আগ্নিগিরি।
দু-পাশে যন্ত্রনার দেয়াল,
সুখ নাই,সুখগুলোকে করে ফেলেছে যে যার মত দখল।
তাইতো তোমার কাছে আমি অর্থহীন।
তবুও অর্থ দেবার আশায় পথ চলছি বেদনার নদী শুকিয়ে,
কোন এক প্রেমদ্বীপ বানাবো বলে,
যেখানে থাকবে না কোন প্রাচীন।
তুমি আমি একাকার স্মৃতি সেথায় হবে চলতি পথের বীণ।