চল পার্কে,
মুক্ত বাতাসে,
হাতে হাত ধরে,
দু-জন বেড়াবো ঘুরে।
না হয় প্রেমের সুভাসে,
করিবো গল্প,
পাশাপাশি বসে।


না হয়,
চারিদিক নিশ্চুপ নির্জন কোন এলাকায়,
চল যাবো দু-জন চড়িয়া রিকসায়।
যে দেখে দেখুক, যা ভাবে ভাবুক,
শুধু তুমি আমি আমাদের ভাবনায় ।
না হয় কোন রাতে,
চল ছাদে ।
হাত রেখে কাঁধে,
ভিজবো জোসনায় ।


জানি এখন,
খোলা আকাশের নিচে দু-টি মন,
কত যে প্রেম সুখে হাসবো ।
এই প্রিয় প্রেম হারাবো যখন,
অসহায় হয়ে করবো বিরহ গ্রহণ ।
তবুও, থামবে না প্রেমের পাওয়া,
থামবে না পথ চলা ।
স্মৃতির পথ ধরে,
চলবে বিরহের আনাগোনা,
চলবে জীবন যতটা প্রয়োজন ।