মন বলে তুমি আমার,
ভাগ্য বলে তুমি অন্যজনার।
জানি না এ কেমন খেলা ঐ বিধাতার।


যখনই তোমায় ভেবে লাগে মনে আনন্দ দোলা,
করি শুরু প্রেমো পথে পথ চলা,
তখনই কোথা থেকে উড়ে এসে,
আমাকেই দেয় ঢেকে স্মৃতির ধুলা।


বান্ধবী গো তুমিই বলো,
এতো দিধা দ্বন্দ্ব কেন?
কেন এতো লুকোচুরি ঐ বিধাতার?
নাকি এমনই ভাগ্য আমার?
বলো তুমি বলো,
নাকি ভুল আছে আমার চাওয়ার?