আমি চাইনা ঘুরতে তোমার হৃদয় বন,
আমি চাইনা হতে তোমার চোখের ভোরের স্বপন।
আমি একা একা থাকি,
নিরালায় সুর বাঁধি।
সুখকে দেখি আর গোপনে কাঁদি।
আমি চাইনা আসিতে এই মানুষের ভিড়ে,
যদি কেউ একে ফেলে আমার ছবি,
ভুতুড়ে তুলিতে রংহীন মনের দেয়ালে।


হারাতে হবে আমার অজানা এক স্মৃতির ভীড়ে।
পাবে না দেখা তখন প্রদীপ নিভে গেলে,
জোছনাও থাকবে না যাবে আধারে মিশে,
তখন কাঁদিতে হবে চুপে বিরহের সুরে,
এসেছিলে তুমি উসখুস এলো চুলে,
বার বার মোর পড়িবে মনে,
তোমার মায়াবী মুখ খানি,
আর তোমার হাসির সুর লাল-নীল স্মৃতির ডানায় বেড়াবে ঘুরে।