তুমি ঘুমায়তেছো,


যদি আমি ডাকি তোমায় প্রেমের সাগর সাতরিয়ে,
যদি কানের কাছে বলি, নদী!
আমি তরী,
ভাসছি তোমার বুকে।
তোমার ঢেউ এর তালে,
নাঁচাও মোরে,
যাও গো, নিয়ে তোমার চলার পথটি ধরে,
পাড়াও ঘুম সাঁ সাঁ স্রোত জলের সুরে।
না হয় অতি আদর করে,
নাক-মুখ দিয়ে জল উদর ভরে,
দাও গো স্থান, তোমার বুকের অতলপুরে।


তুমি কি রেগে-মেগে চোখ খুলে,
বলবে তোরা ইতর শ্রেণীর মানুষ ওরে,
ছেড়া জুতা দিয়ে পায়ে,
পোকায় কাটা পচে যাওয়া খাবার খেয়ে,
পুরাতন শার্ট গায়ে দিয়ে,
কোন সাহসে উঠলি নায়ে?
রাখ মনে, নয় আমি এমন কেউ,
যে কেউ ভাসালে তরী তুলবো ঢেউ।