এই ধরনীকে দেখতে,
আমার ভালোলাগে,
রিমঝিম বৃষ্টি ঝরে,
আমার ভালোলাগে,
বৃষ্টির জলে দেহ ধুতে,
আমার ভালোলাগে,
যখন বৃষ্টিতে কদম ফুল দোলে,
আমার ভালোলাগে।
পথের ধুলো জলে ভিজে,
আমার ভালোলাগে।
বর্ষায় খালবিল জলে ভরে,
আমার ভালোলাগে।
বৃষ্টির সুখে ব্যাং ডাকে আমার ভালোলাগে।
নদীর জলে রাজহাঁস হাসে,
আমার ভালোলাগে।
গাছের ডালে পাখিরা গান করে,
আমার ভালোলাগে।
দোয়েল পাতার আড়ালে লুকায়,
আমার ভালোলাগে।
বিকালের সুর্য লাল রং ছড়াই,
আমার ভালোলাগে।
সুর্য ডুবে যাই ধীরে ধীরে সন্ধ্যা হয়,
আমার ভালোলাগে।
মসজিদে মুয়াজ্জিন আজান দেয়,
আমার ভালোলাগে।
সন্ধ্যায় কাকগুলো নীল দেখায়,
আমার ভালোলাগে।
রাতের বাঁশবনে জোনাকি প্রদিপ জ্বালে,
আমার ভালোলাগে।
রাতের নির্জনে সব নিরব থাকে,
আমার ভালোলাগে।
ভোরের ঘাস শিশিরে ভিজে, আমার ভালোলাগে।
আধার সরাতে সুর্য উঠে,
আমার ভালোলাগে।


নরম বিছানায় শরীর এলিয়ে,
কেউ চুলে হাত বুলালে,
আমার ভালোলাগে।
কেউ পিছন থেকে চোখের উপর,
শান্ত স্নিগ্ধ হাত রাখলে,
আমার ভালোলাগে।
কুমারীরা ভালোবাসলে,
আমার ভালোলাগে।
প্রেমের আবেগে কেউ ঠোঁটে চুমা দিলে,
আমার ভালোলাগে।


আমার আরও অনেক কিছু ভালোলাগে,
বলবো সবই,
আবার যদি কভু মন জাগে।