হয়তো আকাশে সেদিন পূর্নিমার চাঁদ ছিল...
কিন্তু ক্ষুদিতরা তার মোহময়ীতাকে বুঝতে অক্ষম ছিল৷
সকলে তারস্বরে বলে উঠেছিল.......
    "পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি"৷
কারন অপরূপা চাঁদের চেয়ে
         একটা ঝলসানো রুটি ছিল আবেগ৷
            কিন্তু "উলঙ্গ রাজার" ভয়ে সেই  
ছাড়পত্রপ্রাপ্ত নবজাতকটিও মানতে বাধ্য হল......
       ক্ষুদার রাজ্যে কবিতা আসে না৷
  চাঁদ কী কেবলই ধনীর উপভোগ্য?
     "তাই বামন হয়ে চাঁদে হাত
           দেওয়ার" সাহসটা বোধ হয় পেল না৷
   কিন্তু কে বোঝায় তাদের চাঁদ যে সকলের
  "আই আই চাঁদ মামা..........."