"চিঠি" একটা ছোট্ট শব্দ...
কিন্তু কতই না ইতিহাসের স্বাক্ষী৷
         আগে আমার গায়ে লেখা হত
                  আর পিওন ছিল পায়রা৷
তারপর পরিবর্তন হল আসতে আসতে৷
         আমার বুকের উপরই লিখে
'ডেক্সটার' রাশিয়াকে পাচার করল আনবিক বোমার ফর্মূলা৷
এই বিশ্বাসঘাতকতা সত্তেও আমি নীরব ছিলাম
কারন আমি শান্তি চেয়েছিলাম৷
   আর রবি ঠাকুরের বৌঠান
আমার ক্ষত বক্ষে তার আত্মঘাতী note ছেড়ে যান৷
       তাও আমি জানাইনি
                  কিন্তু কী পেলাম?
          কতকগুলো মানুষের অবজ্ঞা....
সবাই রবি ঠাকুর আর তার বৌঠানকে নিয়ে কানাঘুসো করতে থাকল৷
আমার ক্ষত বিক্ষত বুকে কতই না ইতিহাস সঞ্চিত আছে৷
             কেউ তা জানতেও চায়নি
কেনই বা চাইবে?
           আমি কে?
কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন
           আমি বিলুপ্তপ্রায়৷
কেউ কোনো খবর নেই না আমার
    মানুষ আমার বুকের উপর কত কুকথাই না ছেড়ে গেছে৷
             আজ আমি আর চুপ থাকবনা
সকলকে জানাবো তাদের কূকীর্তি৷
     মানুষ কত কিছুই না পেয়েছে৷
কিন্তু তাদের একটাই স্বভাব.......
      "আরো চাই,আরো চাই, আরো চাই"
   আমি বলে রাখছি
মানুষ আবার আমাতেই ফিরে আসবে,
                কারন......
  এটা আমার মৃত্যুকালীন আর্তনাদ
       যা বিফলে যাওয়ার নয়৷