আমি বাংলার শেষ স্বাধীন নবাব৷
         আজ ৩রা জুলাই আমার মৃত্যু দিবস৷
সেই দিন পলাশীর প্রান্তরে আত্মীয়
          মীরজাফর প্রতারিত করল আর
ভারতের স্বধীনতা সূর্য হল অস্তগামী৷
           আর তার পর থেকেই কয়েকটা লালমুখো বাঁদর দেশটাকে লুঠ করতে থাকল৷
মানুষের  এখন একটি  দিনেই
       আমাকে একটু মনে পড়ে৷
আজকের দিনে তারা "খোশবাগে"
   আমার আত্মার উদ্দেশ্যে শোকসভা করে,
আমার কবরবক্ষে আজ ফুলমালা দেয়,
        শোভাযাত্রা বের করে
আর কয়েকটা মনভোলানো কথা......
  "আত্মার শান্তি কামনা করি......"
আমি লক্ষ্য করেছি আমার ক্ষত বক্ষে একদিন ফুল দেওয়া হয়, আর মীরজাফরের কবরে প্রতিদিন লাল গোলাপ দেওয়া হয়৷
'আজকের মীরজাফরেরা' আমাকে একদিনই মনে রাখে ৷
আমি রাজ্য এমন কী প্রান পর্যন্ত দিলাম
   শুধু তাদের স্বাধীনতার জন্য......
কিন্তু তারা আমার মৃত্যুর মর্যাদা দিল না৷
           আমি এখন ইতিহাস বইয়ের
  কালো কালো অক্ষর ছাড়া আর কিছুই না৷
"মীরজাফর,জগৎশেঠদের" আমাকে নিয়ে ভাববার সময়ই নেয়......
           তারা যে বিরাট ব্যস্ত৷
               তবে এর আগে  
বভ্রুবাহনের কলম কী কিছু ভেবেছে?
নাকি কিছু লিখেছে আমাকে নিয়ে?