আমি একদিন কোনো ঠান্ডা পানীয় কোম্পানির     লেভেল নিয়ে Go down এ এলাম৷
তারপর আরও ধাক্কা খেতে খেতে দোকানে৷
আমার গায়ের রংটা বেশ চকচকেই ছিল৷
সেইদিনই তুমি দোকানদারের কাছ থেকে কিনে নিলে  আমায় ৷
তারপর থেকে আমি তোমার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠলাম৷
যেখানে তুমি যাও আমিও যাই তোমার সাথে৷
আমি তোমার প্রিয় বন্ধু হয়ে গেলাম৷
এরপর যত দিন যাই
আমার বয়স বাড়তে থাকে আর চাকচিক্যও ম্লান হয়ে আসে৷
তাই আমার প্রতি তোমার আকর্ষনও আসে কমে৷
তাই তুমি আমাকে ফেলে দিলে পচা নর্দমায়৷
সেখানে আমি হাঁপিয়ে উঠলাম৷
তুমি আমাকে ফেলে দেওয়ার আগে
        একটিবারের জন্যও ভাবলে না৷
কত গ্রীষ্মের দুপুরে তোমার তেষ্টা মিটিয়েছি আমি৷
তোমাকে দিয়েছি পুনর্জীবন৷
আর সেই সব কৃতজ্ঞতা ভুলে
আমাকে ফেলে দিলে ঐ নরকে!
আমি শুধু ভাবি তোমরা কত অকৃতজ্ঞ৷
যে তোমাদের এতো সাহায্য করল
তাকেই তোমরা ফেলে দিলে
তোমাদের শুধু চাই,চাই আর চাই৷
একটিবারের জন্যও আমার খবর নিলে না৷
আমি শুধু ভাবি তোমরা কত পেলে সুখী হবে?
নাকি তোমাদের চাওয়া-পাওয়ার কোন শেষ নেই?
আর তোমাদের যারা সাহায্য করে আসছে,
   তাদেরও হয়তো এইভাবেই হারিয়ে যেতে হবে?