এ কালসাপ তুলেছে ফনা
(রনি ই রানী)


ব্যথিত প্রাণ গুলো পতিত হলো
পঁচা এ পুঁজিবাদে।
পুঁজিবাদ তাঁর খুলেছে দ্বার
মারিতে নিরীহকে তাঁর ফাঁদে।
পঁচা পুঁজিবাদ যেন কালসাপ
দংশন করিছে ধীরে মোদের সাথে মিশে
শোন হে মজদুর দেখাও মক-দুর
হাতে নাও লাঠি মারো সাপ পিষে।
এই কালসাপ এনেছে অভিশাপ
আমাদের এ মনুষ্য সমাজে ওরে ।
দিবা রাতি করিছে বেজায় ক্ষতি
করিছে দংশন হাজারে হাজারে।
আছে যত মজদুর দেখাও মক-দুর
করতে হবে এ অভিশাপ দুর।
তোমার দেহ,প্রাণে এ বিষদাঁত হানে
বিষে বিষে অবশেষে করবে সব চুর।
এ তেজী কালসাপ তুলেছে ফনা
ছাড় দেবেনা বুঝি এক কণা।
ওর বিষের থলিতে জমানো আছে
হীরা,মানিক আর সোনা।


রচনাকাল :২৭ শ্রাবণ ১৪২৪ বঙাব্দ