আজি কাঁপে থরথর সকল দেশের সিংহাসন
ওগো রাজা কোথা তব সুশাসন ?
লুন্ঠিত সব সম্পদ তব করতলগত
দিনে দিনে গুণে গুণে প্রজা হয় নিহত।
তবে মনে রেখ আহত যত সিংহ সাবক গর্জন করে উঠবে
নিহত যত প্রজার তরে হাজারো গোলাপ ফূটবে।
রক্ত দিয়েই করবে মুক্ত আপনার স্বদেশ
ঘোচাবে শত কলহ, দ্বন্দ্ব আছে যত বিদ্বেষ।
জোড়া নয়নের জল করে ছল ছল
মজলুম জনতার হবে একদিন এ নভোতল।