তোমাকে রাঙাতে চায় সকালের রবি
চোখ ফেরাতে পারেনি বেনামি কবি।
তুমি শতদল,শেফালিকা নও
তবুও কী অবলীলায় মাধুরি বিলাও।
অমন শ্যামল কোমল রাঙা চরণ
ও বধুর মুখে মধু  সুশোভন আচরণ।
শারদ এসে দিতে চায় সবটুকু শোভা
কাশফুল বলে যায় তুমি সত্যি মনোলোভা।
মনপ্রাণ হারিণী হরিণীর চোখ
অজান্তেই অপলকে করি উপভোগ।
চাঁদ বলে হাসির ছলে এসো জোছনা বিছানে
পড়ায়ে দেব আলোর নূপুর ঐ রাঙা চরণে।
তারা বলে দেবে সাড়া ঐ নীল গগনে
তোমায় নিয়ে দেব পাড়ি নব ঘন সঘনে।
অবলা অঙ্গনা নাম ওর আকলিমা
অম্বর করে জোর দেবে তার নীলিমা।



    
রচনাকালঃ ২৯.০৮.২০২০ ইং
কবিতাখানি উৎস্বর্গ করছি আমার সহধর্মিণী মোছাঃ আকলিমা আকতার রানী কে।