আমাকে সাজাতে দাও আমার পৃথিবী
আঘাত দিযোনা এ মনে তোমাদের কাছে এ দাবি।
মানুষের মত বাঁচতে চাই ধরনীর বুকে
মানুষের পাশে থাকতে চাই সুখে আর দুখে।
দাও ফিরিয়ে বাঁচার অধিকার
দাও গো আমার আত্মার স্বাধিকার।
দাও প্রাণে প্রাণে তুলিতে জোয়ার
দাও খুলিতে মোরে আপন মনের দুয়ার।
এ নহে মোর বিলাস বাসনা
বলি তোমাদের দ্বারে দ্বারে।
ফিরায়ে দিওনা মোরে শোন হে আরতি
মিনতি আমার বারে বারে।
ধুলায় লুটানোর আগে করি যত ভাল কাজ
মানব সমাজে তবে আর পাবনা কোন লাজ।