আমার স্বাধীনতায় কেন হায়েনার হাসি?
জবাব দিতে হবে আমাকে।
নইলে ভাই হারানো, বোন হারানো আপন জনের রক্ত গঙ্গা আমাকে ফিরিয়ে দাও।
এমন স্বাধীনতার স্বপ্ন আমি দেখিনি
আমার অস্থি জুড়ে অস্থিরতা লুকিয়ে রয়েছে, কেউ একজন কি খবর রাখো?
আমিও লড়েছি এই স্বপ্ন স্বাধীনতার জন্য সেই রুহের জগত হতে।
আমার গায়েও গিয়েছে হানাদার সেখানেও ছিল লেলিহান দাবালনের সাইক্লোন।
লেংটা হয়ে হানাদারের ভয়ে পাড়ি দিয়েছে খরস্রোতা তিস্তা নদী,
সে সব লেখা নেই আমার স্বপ্ন স্বাধীনতার ইতিহাসে
আমি কি তবে আজ ফেলনা হবো?