বোধন বাঁশি বাজবে যবে
বিজয় কেতন উড়বে তবে।
খোকা-খুকু ঘরে ঘরে
লড়বে জানি জগত জুড়ে।


জগত জুড়ে মানুষ ভরা
সত্যিকারের মানুষ নাই।
রক্ত নয়, নাহি ভয়
শক্ত প্রেমের বাঁধন চাই।


বিভেদ ভুলে জগত তলে
নতুন দিনের গাইব গান।
মানুষ হয়ে মানুষের তরে
শিকল ভাঙার ধরব তান।


গল্প নয় দৃঢ় সংকল্প চাই
তরুণ দীপ্ত প্রাণে আজ।
আসুক আবার দীপ্ত জোয়ার
কূল ভাসানো কারুকাজ।


মানুষ মহীয়ান জমিনে খোদার,
কমিন হয়ে গেছে, রুদ্ধ চেতনার।
সবুজ গ্রহে দ্রোহের আগুন জ্বলবে
খোকা-খুকু  বিশ্বমাঝে নিঃস্বের তরে লড়বে।


বাজবে আবার বোধন বাঁশি
সেই আশায় আজ বসে আছি।
আয়রে আমার অরুণ তরুণ ভাই, ভগ্নি
সবুজ গ্রহে দ্রোহের জ্বালিয়ে অগ্নি।


চেতন মনের কেতনধারী
আমরা বিধির দর্পহারী।
নিঃস্বজনের বিশ্বমাঝে স্বপ্ন সহচরী
করব কেন শুধু শুধু আমরা আহাজারি?


রচনাকাল ঃ ০৫/০৮/২০২২ ইং