ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে টিনের চালে আজ
তাই বুঝি আজ মাঠে মাঠে হচ্ছে জমি চাষ
ভোর হতে পড়ছে বৃষ্টি দৃষ্টি জুড়ে সুখ
পলকে তাই পুলকিত কৃষাণের ঐ মুখ।
আষাঢ় মাসেও বৃষ্টি নেই জমি গেছে ফেটে
জমির ওপর জমছে ঘাস হাসি গেছে টুটে।
শ্রাবণ দিনের বৃষ্টি তাই দৃষ্টিতে জুড়ে আশা
জমি হবে চাষ এবার ফলবে ফসল খাসা।
রচনাকাল ঃ ২৫/০৭/২০২২ ইং