এ বিশ্বে আবার চোরদের চর্যাপদ রচনা চলছে
যেখানে নিরীহ নিরলস কাজ করছে।
আর বিধিবাম কড়ি গুণছে মালিক মহাজন
আড়ালে ঠিকই চলছে নিখুঁত নিপীড়ণ।
জানিনা কবে কোথায় শোষণের বীজ বুনেছিল
আর সেটা এখনও নির্ভূল চলছে রাত্রি-দিন।
দুটো দল শোষক আর শোষিত
আমি দ্বিতীয় দলে ।
আমি শংকিত অস্তিত্ব সংকট নিয়ে
আশাহীন, বাসাহীন,রাত্রি-দিন নির্ঘুম
শীতের শিশিরের মতোও হতে পারিনি জ্বলজ্বলে।
বাসি ফুলের পাপড়ির মত বলহীন
যেন ছোঁয়া দিলেই ঝড়ে যাবে জীবন।