বর্ণে বর্ণে জনে জনে আজি চায় স্বাধীনতা
জানি কেহ নাহি চায় পরের অধীনতা।
সেই তো আর্য -অনার্য কাল হতে
একবিংশের এ নশ্বর পৃথিবীতে।
আজও স্বাধীনতা বুঝি স্বাধীন নয়
মার্তৃগর্ভেও বুঝি অনাগত সন্তানের স্বাধীনতার ভয়।
মনুষ্য সমাজ যেমনিতর স্বাধীনতা পেতে ব্যাকুল
ঠিক তেমনি ব্যাকুল স্বাধীনতার তরে অন্য প্রাণীকুল।
গভীর অভয়ারণ্য হতে গভীর সায়র,নদনদী
নিবিড়ভাবে আজি চায় স্বাধীনতা নিরবধি।
দাও দাও দাও হে স্বাধীনতা মোরে
চলিতে চাই আমি আপনার পদভরে।