ভেঙেছো আপন হাতে আপনার ঘর
করেছো আপনকে এক পলকে পর।
চলে গেলে চোখৈর জলে ভাসিয়ে আমায়
কোন স্বর্গ সুখের আশায়।
আমি নইকো তোমার যোগ্য স্বামী জানি
নিতে পারনিকো হৃদয় থেকে মানি।
না পেলাম তোমার ভালবাসা
নাইবা দেখলে মোর জীবনের কোন কান্না হাসা।
কিন্তু আমি কি আর করি বল
ছোট্ট মেয়ের আঁখিজল ছলছল।
ডাকে তোমায় দিবস নিশি  মা,মা, বলে
নিঠুর তুমি , পাষাণ তুমি তাকেই গেলে ফেলে।
কী দোষ ছিল এতটুকুন বাচ্চা একটা মেয়ে
মা, তার আসবে বলে পথপানে রয় চেয়ে।
ভাঙা মন লাগবে কী আর জোড়া
আমি জনম দুখি কপালটা যে মোর পোড়া।
কেমন করে দেব ওরে মায়ের মত আদর
যে মা , বুঝলনা হায় পেটের বাচ্চার কদর।


পটভুমিঃ আমার কোন এক আপনজনের জীবনে ঘটে যাওয়া কাহিনী নিয়ে লেখা এ কবিতা। কোন স্বামী আর স্ত্রীর যেন কোনদিন বিভাজন না ঘটে।