এসো হে সাহসী বীর জনতার ডাকে
কর উদ্ধার মানবতার মাকে।
নাহি আলো আঁধারে ঢাকা চারিধার
এসো তুমি খুলে আজি রুদ্ধ ঐ দ্বার।
ডাকে দেখ দিকে দিকে নিরহ জনতাফ
ওদের তরে অবনী পরে, কারো নাহি মমতা।
নিতি ওদের ভীতি দেখায় জন্তু,জানোয়ার
মহাকাল ধরে এঁটে দেয়া মানবতার দ্বার।
দেশে দেশে কতপ্রাণ অকালে বিলিন
হারিয়ে আপন স্বজন বদনখানি মলিন
শান্ত্বনার বাণী আজি নাহি কারে মুখে
বেদনার শূল যেন বিঁধে আছে বুকে।
জানি আমি মানবতার নাহি সীমানা
কেন তবে কাঁদে আজি মানবতার মা?
কাঁটাতারে কাটে বুক ঝরে ঐ রুধি
এসো হে সাহসী বীর ডাকি নিরবধি।
এসো তবে তনুমাঝে নিযে অপার প্রাণ
মানবতার তরে আজি করে যাও দান।
জাগো হে সাহসী বীর এসো জনতা মাঝে
জন্তু, জানোয়ার তবে মরবে লাজে।
রচনাকালঃ ১২/১২/২০১৯ ইং