চরণে তোর মরণ শিকল পড়া
মরার আগেই মরিস কেন?
ওগো তরুণ অরুন হয়ে ধরার বুকে
জাগাও আজি সাড়া।
জাগরে আমার তরুণ দল
ঘুমোসনা আর ঘরে।
কতপ্রাণ চেয়ে আছে
দিকে দিকে শুধুই তোদের তরে।
তোর বুকের জমিন দখল করে
আছে এ কালের কমিন।
জাগরে আমার সোনা, মানিক
মন যে তোদের নবীন।
তোদের লযে এ বিশ্বালয়ে
খেলিছে আজি যারা।
বাঁধন আজি খুলে ওগো
সামনে রুখে দাঁড়া।
কালো কড়ির লোভে যেন
দিসনা ফাঁদে পা।
দেখনা, ওগো তরুন দল
ডাকে তোদের দেশ মা।
স্বদেশে এমন সাহসী ছেলেরা
আরেকবার যদি জাগে।
জনে জনে জাগবে তবে
হাজার অরুণ রাগে।


রচনাকালঃ ৫/১২/২০১৯ ইং