যদি এমন হতো ঘরে ঘরে দুরন্ত, দূর্বার যৌবন যত
শত অবিধি, অন্যায়ের প্রতিবাদ করতো অবিরত।
তবে আবার গগন ভেদিয়া উঠিত আশার রবি
শিল্পীর তুলিতে উঠিত ফুটে শ্যামলিমা রুপ ছবি।
কারা করবে আর এহেন প্রতিবাদ
কারা ভাঙবে বল অত্যাচারীর কালো হাত?
ঘুমিয়ে গেছে যত যৌবনদীপ্ত, দুরন্ত, দূর্বার যুবকের দল
কালো টাকায় নিমজ্জিত যৌবন হারায়েছে চিত্ত বল।
দুরাশার দিনে নাহি কেহ শোনাবে আশার অমৃত বাণী
কারা থামাবে আর স্বাধীন এ দেশে অসার হানাহানি।
যুবকের যুগল নয়ন মগ্ন আজি নারীর নগ্ন দেহে
হরদম অসার কাজে মগ্ন ওরা নেশার টাকার মোহে।
এ স্বাধীন স্বদেশের রাজনীতির যত শিয়াল,শকুন
দুরন্ত, দূর্মদ যৌবন নিভৃতে করেছে খুন।
তবে এবার উঠে দাঁড়াও
আবার উর্ধ্বে দু হাত বাড়াও।
তোমাদের তেজোদীপ্ত প্রাণে যারা হানে বিষের বাণ
ওদের কালো কড়ির কঠিন প্রাসাদ করে দাও অবসান।
যদি একবার উড়াতে পারো যৌবনের ঐ  নিশান
এদেশে তবে শুরু হবে নব জাগরণ অভিযান।


রচনাকাল :২৯ আষাঢ় ১৪২৪ বঙাব্দ