মোর আঁখির অগোচরে
রনি ই রানী


মোর আঁখির অগোচরে
কাঁদে যে তোমার আঁখি।
সে কি কখনও তুমি
দিতে পার বল ফাঁকি?
জানি মোরে প্রিয় তুমি
না জেনে এ মনে করেছো আঘাত।
আমি নীরবে সয়েছি সে ব্যথা
করিনি কখনও প্রতিবাদ।
তোমার ও লোচন যেন যুগলতারা
মোর মনের আকাশে মিটিমিটি জ্বলে।
অনুরাগের হাজার বছর
পেয়েছি প্রিয় এ নভোতলে।
ও বাতায়ন খুলে যখনি চেয়েছ
বাহিরে নিবিড় নিশীথে নীরবে।
ভুলে গেছি সব তোমার ভুল গুলো
পরম প্রীতির পুলক পেয়েছি অনুভবে।
হে মোর প্রাণের প্রিয়তম
ক্ষমো মোরে ক্ষমো।
দেখিবার নাহি চাই ও উদাস আঁখি
বুকেপিঠে বাঁধে তা পাহাড় সম।



রচনাকাল :২৫ সেপ্টেম্বর ১৭