আমার আশায় বসতি ভাঙতে এসেছ নাকি
নাকি আমার সঙ্গে করবে বানিজ্য?
আমি জানি তুমি সব পার
কেননা তুমি যে সবের নাটের গুরু
তোমাতে শিখেছি আমি একটু একটু
কেমনে জোগাতে হয় মন
আবার কেমনে ভোগাতে হয় যখন যেমন।
আহা কী বড্ড পাগল আমি তোমাকে ভালবাসি
তবুও অকপটে তোমার নিন্দা বলে যাই।
আমি জানি তবুও তুমি শুনবেনা কখনও গুনবেনা ভাল-মন্দ হিসাব
কেননা তুমি যে আমার কর্তাবাবু সাব।
আহা রে আহা কী শোনাই তোমায়
আমি জানি সবই বৃথা তবুও বলে যাই
না পাওয়ার বেদনায় এমনে ঝাল মিটাই।