অবুঝ ছেলেটা
রনি ই রানী


বুকপকেটে বাবার ছিলনা টাকা
আগুন ক্ষুধাকে তো যায়নি ঢাকা।
অবুঝ ছেলেটা মাকে বলে যায়
আসবে কখন বাবা ফিরে বাসায়।


জানিনা, বলে তার মা থেমে যায়
ক্ষুধার আগুন আজ বলো কে থামায়?
খানিক পরে বাবা ফিরেছে বাসায়
মানিক ক্ষুধা নিয়ে ঘুমিয়েছে হায়।


সব শুনে বাবা যেন বোবা হয়ে গেলো
অবুঝ ছেলের মুখে চুমু এঁকে দিলো।
ছেলে তাঁর ভালোবাসে খেতে পাউরুটি
বাবা তাই এনেছে পাঁচখানি রুটি।


সংসার বাগানে ছেলে তাঁর ফুল
বাবা সেই ফুল নিয়ে থাকে মশগুল।
শত ভালোবাসা বাসি
চলে কত দিবানিশি
বাবা গরীবের রাজা বউ তাঁর রানী
ছেলে তাঁর যুবরাজ মধুর এক কাহিনী।


রচনাকাল ঃ ৩১/০৭/২০২২ ইং